টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত


১০:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ।

নিহতরা হলেন, ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তর পাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া(১৮)।


মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম (১৮) নামে আরো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

এরা সবাই স্থানীয় ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকল নিয়ে বেড়াতে বের হয়। বেড়ানো শেষ করে ঘাটাইল ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।

অপর আরোহী সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।