একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শুক্রবার (২১ অক্টোবর) যোগদান করেছেন মো. মীর মোশারফ হোসেন।
তিনি ২০১৯ সালে ১৮ জুলাই থেকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২০১৭ সালে টাঙ্গাইলের কালিহাতী থানায় যোগদান করেন।
তিনি কালিহাতী ও টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) থাকাকালীন তার কর্ম এলাকায় সন্ত্রাস, মাদক, জঙ্গী, বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেন।
মীর মোশারফ হোসেনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি পুলিশে যোগদানের পর থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিংকে জিরো টলারেন্স ঘোষণা করে ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, তার কাছে প্রতিটি মানুষই আপন তবে অপরাধীরা পার পাবে না। তার অফিসে একজন ধনী প্রভাবশালী ব্যক্তি আসলে যে সম্মান পাবে, ঠিক তেমনি দিন মজুর রিক্সা চালক আসলেও ঠিক একই সম্মান পাবে। মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।
মীর মোশারফ হোসেন জামালপুর সদর উপজেলার সাবেক স্বাস্থ্যকর্মকর্তা মৃত আব্দুল হক সরকারের ছেলে। বৈবাহিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
উল্লেখ্য,মীর মোশারফ হোসেন জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে এসআই হিসেবে যোগদান করেন। এরপর তিনি টাঙ্গাইল সদর থানা, মির্জাপুর, বাসাইল, কালিহাতী থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।