একতার কণ্ঠঃ টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে টাংগাইল স্পোর্টস একাডেমি আয়োজিত শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির সভাপতি মোঃ আরাফাত রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহ আব্দুল আজিজ তালুকদার বাপ্পী ও সাবেক ক্রিকেট খেলোয়াড় রাসেল খান।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে লায়ন্স ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে ১৮.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ছোয়াদ সর্বোচ্চ ২৮ ও ফাহিম ২৪ রান করে। বিজিত ইলেভেন ব্রাদার্স দলের শিহাদ ২৫ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে ইলেভেন ব্রাদার্স ১৬ ওভারে ৭৬ রানে অলআউট হলে লায়ন্স ক্লাব ৫০ রানে জয়লাভ করে। বিজয়ী দলের ছোয়াদ ২৮ রান ও ২টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে সেতু বন্ধন দল ২ রানে টিম টাইগার্স কে পরাজিত করেছে। সেতু বন্ধন প্রথমে ১২৯ রান করলে টিম টাইগার্স ১২৭ রানে অলআউট হয়। বিজয়ী দলের ইমরান ৩২ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।