নাগরপুরে সালাম শেখ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


০৮:০৩ পিএম, ২১ মার্চ ২০২১
নাগরপুরে সালাম শেখ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে আম গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালাম শেখ(৪২) খুনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার (২১ মার্চ) নাগরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আ. মান্নান মাষ্টার, ঠান্ডু মিয়া, শাহনাজ বেগম, শামীম মিয়া, শাহ আলম, নিহতের মা ছামিরন বেগম প্রমুখ। এ সময় বক্তরা সালাম শেখ হত্যা মামলায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচির আগে গয়হাটা বাজার থেকে হত্যা মামলার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে।


নিহত সালাম শেখের আট বছরের শিশু পুত্র শামিম শেখ কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি বাবা হত্যার বিচার চাই, জড়িতদের ফাঁসি চাই’।
উল্লেখ্য, আম গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ মিমাংসার জন্য গত ১৫ মার্চ স্থানীয় মাতব্বররা সালিশে বসেন। সালিশে প্রতিপক্ষ মাসুদ-জুয়েলরা সশন্ত্র হামলা করে। হামলায় গুরুতর আহত সালাম শেখকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরদিন ১৬ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় সালাম শেখের মৃত্যু হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।