টাঙ্গাইলে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর


০৮:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর - Ekotar Kantho

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার আমলাদহ ভরাট এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি মোদক (৫৫)।

জানা যায় , বগুড়া থেকে বাস যোগে টাঙ্গাইল আশেকপুর বাইপাসে নামে উক্ত দম্পতি।বাস থেকে নামার পর মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ওই দম্পতি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশ বাসটি আটক করতে পারেনি।

এলেঙ্গা হাইওয়ে ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।