একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিন ভূঞাপুরের সিরাজকান্দি এলাকার সোলাইমান মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে যাচ্ছিলো। এসময় সরাতৈল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন এরা দুইজন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাহিনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।