একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারসহ বেশ কয়েকটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগ ওই সমাবেশে বাধা দেয়।
পরে নেতাকর্মীরা উপজেলার চারান এলাকায় গিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল জানান, শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশে। এতে বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়াও ১৭ টি মোটর সাইকেল, ৬টি পিকআপ ও ৪ টি বাস গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মজনু মিয়া প্রমুখ।
প্রকাশ, কালিহাতীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে রবিবার কালিহাতী পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান এলাকায় দলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।