একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৪) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট ) সকালে উপজেলার বাগুটিয়া- সল্লা আঞ্চলিক সড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র আনালিয়াবাড়ী গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। সে স্থানীয় আনালিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ওমর ফারুক বাড়ী হতে অটোরিকশা যোগে নরদহী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আনালিয়াবাড়ী এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওমর ফারুক
মারা যায়।
উপজেলা সল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারটি অসহায় হওয়ায় আইনি ঝামেলা (ময়নাতদন্ত) এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত না করেই নিহতের দাফনের ব্যবস্থা করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ ঘটনার বিষয়ে কেউ থানায় জানায়নি বলে জানিয়েছেন।