টাঙ্গাইলে নকল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান


০৭:৫২ পিএম, ১৯ মার্চ ২০২১
টাঙ্গাইলে নকল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজে এ অভিযান পরিচালনা করা হয়। নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন। ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিক জিতেন্দ্র মোহন সাহাকে এক লাখ টাকা জরিমানা করে।

অভিযান প্রসঙ্গে র‌্যাব-১২ এর (সিপিসি-৩) টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদি টাঙ্গাইল এলাকায় মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয়।সেখানে অবৈধভাবে নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন।


 


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।