টাঙ্গাইলে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


০৬:৪৭ পিএম, ১৮ অগাস্ট ২০২২
টাঙ্গাইলে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গােপালপুরে নিখোঁজের একদিন পর নদীতে মিলল মিতু (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর লাশ।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) সকালে ঝাওয়াইল বেইলী ব্রীজের নিচে ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মিতু উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের নয়ন দত্তের মেয়ে ও স্থানীয় পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।


জানা যায়, বুধবার বিকালে মিতু নদীতে গােসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ডুবুরিদের খবর দেয়। বৃহস্পতিবার সকালে ডুবুরির দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. মােশারফ হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারাে কোন অভিযােগ না থাকায় বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।