টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী


০৮:৫৩ পিএম, ১২ অগাস্ট ২০২২
টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিশুদের জন্য ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর তিন শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ওই প্রদর্শনীর উদ্বোধন করেন।

টাঙ্গাইল কেন্দ্রীয়  শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।


শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার কামরুল হাসান।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে সেতুর ওপর বাঁশের সাঁকো; জনদূর্ভোগ চরমে

রবিবার  (১৪ আগস্ট) পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।