একতার কণ্ঠ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে সেনাবাহিনীর ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেনানিবাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠে গিয়ে শেষ হয়।
পরে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বঙ্গবন্ধুর কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপদিকে, বঙ্গবন্ধু সেতুপূর্বপারে বঙ্গবন্ধু সেনানিবাসেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।