টাঙ্গাইলে নদীতে নিখোঁজ দুই বোন, একজনের মরদেহ উদ্ধার


০৮:১৬ পিএম, ৫ অগাস্ট ২০২২
টাঙ্গাইলে নদীতে নিখোঁজ দুই বোন, একজনের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(৫ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদী থেকে স্থানীয় এক মাছ শিকারি শিশুর মরদেহটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

উদ্ধারকৃত মৃত শিশু বর্ষা (২) কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের ইজিবাইক চালক বিদ্যুতের মেয়ে।

অপরদিকে, নিখোঁজ রয়েছে ট্রাক চালক মিঞ্জুর মেয়ে শিশু মারিয়া (২)। তাকে উদ্ধারে ঝিনাই নদীর বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও স্বজনরা।

এরআগে বৃহস্পতিবার(৪ আগস্ট) সন্ধ্যায় বাড়ি সংলগ্ন ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় দুই চাচাতো বোন শিশু মারিয়া ও বর্ষা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের টিম লিডার মহিদুর রহমান জানান, রাতের বেলায় জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর নদীর ভাটিতে নিখোঁজদের স্বজনদের সাথে আমাদের সদস্যরা খোঁজ অব্যাহত রেখেছেন।

কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।