টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু


০৭:০২ পিএম, ২ অগাস্ট ২০২২
টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সাতবিলা গ্রামে ভিমরুলের কামড়ে রহিম বাদশা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রহিম দিঘলকান্দি ইউনিয়নের সাতবিলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট) বিকালে রহিম বাদশা গ্রামের পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। সেখানে ভিমরুলের ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে কালিহতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাদিন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।