টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু


০৫:৪৭ পিএম, ২৪ জুলাই ২০২২
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর-উদ্যানে বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনিক সহযোগিতায় সাত দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে মেলার উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর-উদ্যানের বৃক্ষমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।


মেলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে মেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বৃক্ষ রোপণে পরিবেশ ও মানুষের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপণ করার প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোচনা সভা শেষে টাঙ্গাইল বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেয়া হয়।

মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষূধি গাছ বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।