টাঙ্গাই‌লে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ


০৭:০৬ পিএম, ২২ জুলাই ২০২২
টাঙ্গাই‌লে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী উপ‌জেলা বিএন‌পির স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে পু‌লিশ ও বিএন‌পির নেতাকর্মী‌দের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গু‌লি ও ৩ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে।

শুক্রবার (২২ জুলাই) ‌বি‌কেলে উপ‌জেলার ধোপাখা‌লি ইউ‌নিয়‌নের বাঘিল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

জানা গে‌ছে, ধনবাড়ী সরকা‌রি ক‌লে‌জে উপ‌জেলা বিএন‌পির স‌ম্মেলনের আ‌য়োজন করা হয়। এ স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বা‌ঘিল এলাকায় এক‌টি গ্রু‌পের নেতাকর্মীরা স‌ম্মেল‌নের বিপ‌ক্ষে বি‌ক্ষোভ ও প্রতিবাদ সভা ক‌রে। এক পর্যা‌য়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থান ক‌রে প্রতিবাদ জানা‌লে পু‌লিশ তা‌দের স‌রে যেতে ব‌লে।

20230826-141431

প‌রে এক পর্যা‌য়ে পু‌লি‌শের সঙ্গে সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে নেতাকর্মীরা। পু‌লিশ‌কে লক্ষ্য করে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে ১৭ রাউন্ড শর্টগা‌নের ফাঁকা গু‌লি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ‌তে পু‌লিশ সদস্যসহ বিএন‌পির বেশ কিছু নেতাকর্মী আহত হয়।

মধুপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক সরকার শহীদ জানান, নেতাকর্মীরা স‌ম্মেল‌নে যাওয়ার প‌থে পু‌লিশ বাধা দেয়। প‌রে মধুপুরে অরণ‌খোলা ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান হুমায়ুন‌কে আটক ক‌রে থানায় নেওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এ‌তে পু‌লি‌শের সঙ্গে নেতাকর্মী‌দের সংঘর্ষ হয়। এ সময় ৩ জন নেতাকর্মী গু‌লিবিদ্ধ হয়। তাদের স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) চান মিয়া জানান, স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির এক‌টি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃ‌ষ্টি কর‌ছিল। এ সময় পু‌লিশ তা‌দের স‌রি‌য়ে দি‌তে গে‌লে তার ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। প‌রে পু‌লিশ সদস্য আত্মরক্ষা‌র্থে ১৭ রাউন্ড শর্টগা‌নের গু‌লি ও ৩ রাউন্ড গ্যাস গান নি‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নে। সংঘ‌র্ষে পু‌লি‌শের ৫ জন সদস্য আহত হ‌য়েছেন।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।