একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাবুল(২৮) ও ছোটন(১৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। রোববার (১৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের রনির ছেলে বাবুল (২৮), একই গ্রামের আলী হোসেনের ছেলে ছোটন (১৮)।
রোববার দুপুরে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি অত্যাধুনিক ছুরি, দুইটি মোবাইল ফোন ও একটি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ১৮৬০ সালের ৩৯৩ও ৩৯৮ (পেনাল কোড) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।