একতার কণ্ঠ: টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় আব্দুল করিম (৫০)নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার( ২৯ মে) সকালে সখীপুর-সাগরদিঘী আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বাদল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আঃ করিম উপজেলার কচুয়া ৭নং ওয়ার্ডের মৃত একিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিএনজি থেকে নেমে কচুয়া পেট্টোল পাম্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় সখীপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়।
গুরুতর আহত অবস্থায় আঃ করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।