একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
কামাল মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার আব্দুল আওয়ালের ছেলে। পেশায় অটোরিকশা চালক।
আরো পড়ুনঃটাঙ্গাইলে ছাত্রদলের একাংশের বিক্ষোভ সমাবেশ
নিহতের স্ত্রী আছিয়া জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ফোনে নজরুল ও আবুল মিয়া নামে দুইজন তার স্বামীকে মাছ ধরার কথা বলে নিয়ে যান। এরপর ওই দিনই নজরুল ফোন করে জানায় তার স্বামী টাঙ্গাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। সেখান থেকে মরদেহ আনতে বলা হয়। পরে কালিহাতী উপজেলার মহাসড়ক ও রেললাইনের মাঝখানের ডোবায় মরদেহ পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত রিকশা চালকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর আগে তার স্ত্রী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।