গোপালপুরে খলিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন


০৮:৫০ পিএম, ৬ মার্চ ২০২১
গোপালপুরে খলিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন - Ekotar Kantho
একতার কণ্ঠ ডেস্কঃ  টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনি সহিংসতার ঘটনায় প্রতিপক্ষের আঘাতে নিহত অটো-ভ্যান চালক খলিলুর রহমান খলিলের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ডুবাইল বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেএম ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডুবাইল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু,  উপজেলা যুবলীগের সহ-সভাপতি মানিক হাসান মিলু, শহর যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম টগর, সম্পাদক রাসেল কবীর, ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম, নিহতের পিতা নাসিম উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গত, নিহত খলিলের পিতার অভিযোগ, গত ৮ ফেব্রুয়ারী খলিল চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হন।  ওই দিন তিনি খুনের সাথে জড়িত আসামীদের নামধাম উল্লেখ করে গোপালপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ আসামীদের নামধাম নিয়ে খুনের মামলা নিতে অস্বাীকার করেন।
এরপর ৯ ফেব্রুয়ারী থানা পুলিশ অজ্ঞাতনামাদের আসামি দেখিয়ে থানায় খুনের মামলা নেন। এমতাবস্থায় গত ১৭ ফেব্রুয়ারী নিহতের পিতা নাসিম উদ্দীন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এনে ২০ জন আসামীর নামধাম উল্লেখ করে খুনের মামলা রেকর্ডের আবেদন জানান।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।