টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু


০৬:৫২ পিএম, ২৪ মার্চ ২০২২
টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু - Ekotar Kantho
সাপের কামড়ে নিহত স্বপন চক্রবর্তী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

আরো পড়ুনঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ টন সয়াবিন তেলসহ উল্টে গেল ট্রাক

নিহত স্বপন চক্রবর্তী (৩৫) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া এলাকার কানাই চক্রবর্তীর ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, সাপের কামড়ে স্বপন চক্রবর্তী হাসপাতালে মারা গেছেন। পারিবারিকভাবে তার লাশ সৎকার করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।