একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে।
এ ছাড়া ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সমাজসেবায় অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসানের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনটিভির স্টাফ রিপোর্টার মহ্ববত হোসেন, নিউ এজের প্রতিনিধি হাবিব খান, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, বাংলা নিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম।
দৈনিক জাগরণের প্রতিনিধি কাজল আর্য্য, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মো. পারভেজ হাসান, আইঅন টিভি ও সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ রানা সানভী, আমাদের নতুন সময়ের প্রতিনিধি আরমান কবীর, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি এনায়েত করিম বিজয়, রাইজিংবিডির প্রতিনিধি কাওছার আহমেদ, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহম্মেদ রনি।
ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পোস্টের তানজিনুল হক রোমান, বাংলাদেশ খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, ঢাকা প্রকাশের প্রতিনিধি ফরমান শেখ, কলকাতা টিভির প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।