টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


০৮:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারী ২০২২
টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - Ekotar Kantho
টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থানপা উচ্ছেদ করেছে। রবিবার(১৩ ফেব্রয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে ওই অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।  এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান,  টাঙ্গাইল পৌর শহরে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা ও দোকানপাট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে অবৈধ দখলকারীদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়।  রবিবার বিকেলে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়  টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,সহকারী পুলিশ সুপার (এসএএফ) আবদুল্লাহ আল ইমরান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

20230826-141431

পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।