একতার কণ্ঠঃ ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই শ্লোগ্রানকে সামনে রেখে টাঙ্গাইলে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে বটতলা প্রিমিও প্রপার্টিজ হাউজের নিচতলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল ইউনিটের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।
দৈনিক আমার সংবাদে জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইমরুল হাসান বাবুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ও টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃআরমান কবীর সৈকত, বিজয় টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সিরাজ আল মাসুদ, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন, ভোরে পাতা পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, সাংবাদিক সোহেল রানা, আমার সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি শরীফুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, সবুজ সরকার, মনির হোসেন, নুরনবী রবিন প্রমূখ।