টাঙ্গাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ


০৩:৩০ পিএম, ১ মার্চ ২০২১
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ কারাবন্দী লেখক মুশতাক হত্যার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল ।

সোমবার (১ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাসট্যান্ডে ছাত্রদলের নেতা কর্মীরা সমবেত হয়। পরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্বাস বেতকা গো-ডাউন বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সংক্ষিত বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক হাফিজুর রহমান তুহিন, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক সাজ্জাত কবির সুমন প্রমুখ ।


প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন সেলে বন্ধি ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।