টাঙ্গাইলে ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেপ্তার


০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারী ২০২২
টাঙ্গাইলে ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেপ্তার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসে সোমবার(২৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদী গ্রামের হেরেশ মন্ডলের ছেলে আপিনু রহমান(২৫) ও একই গ্রামের হারান মন্ডলের ছেলে মিঠুন মন্ডল(১৯)।

সোমবার(২৪ জানুয়ারি) দুপুরে  র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আশেকপুর বাইপাসে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের পাশে অভিযান চালিয়ে ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ১৮৪ বোতল ফেন্সিডিল, নগদ তিন হাজার টাকা ও তিনটি সিমকার্ড এবং ফেন্সিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত  ফেন্সিডিলের দাম প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।


র‌্যাব আরো জানায়,তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।