ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


০৮:৫৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, পৌর মেয়র শহীদুজ্জামান খান,টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ,ঘাটাইল প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

সাধারন সভা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের প্রতিনিধিরা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন (আজকের প্রত্রিকা) ও মাসুম মিয়াকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

20230826-141431

কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল),আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ম সম্পাদক বিষ্ঞু প্রিয় দ্বীপ, (দৈনিক ভোরের পাতা) এবিএম আতিকুর রহমান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (ঢাকা টাইমস ও মজলুমের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল ( দৈনিক জনতা), দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা (প্রতিদিনের সংবাদ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো.নজরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।