টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু


০৪:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০২১
টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার(১৪নভেম্বর)প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৌর এলাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি বলেন,পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহন করতে প্রয়োজনীয় সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার লায়লা খানম জানান, টাঙ্গাইল জেলায় সর্বমোট ৫৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।ছাত্রী-ছাত্রীরা নকল মুক্ত শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহন করছে। সকলের পরীক্ষা ভালো হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।