‘নেত্রী : দ্য লিডার’র সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন অনন্ত


১১:২২ এএম , ২ নভেম্বর ২০২১
‘নেত্রী : দ্য লিডার’র সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন অনন্ত - Ekotar Kantho
ফাইল ছবি

একতার কণ্ঠঃ কথা ছিল অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তুরস্কে নতুন সিনেমা ‘নেত্রী : দ্য লিডার’র দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন অনন্ত।

সে লক্ষ্যে প্রস্তুতিও নিয়েছিলেন। শুটিং লোকেশন দেখতে এ সিনেমার নায়িকা স্ত্রী বর্ষাকে নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি তুরস্কেও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ভিন্ন পরিবেশ। দেশটিতে এরই মধ্যে শীতের প্রকোপ বেড়েছে। দিন কয়েকের মধ্যে বরফ পড়াও শুরু হবে। শুটিংয়ের জন্য যে সময় নির্ধারণ করা ছিল সে সময় অর্থাৎ নভেম্বর থেকে তুষারপাত হবে। তাই প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুটিং করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনন্ত। এ কারণে আপাতত তুরস্কের শুটিং শিডিউল বাতিল করেছেন তিনি।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এর আগে অন্য একটি সিনেমার শুটিংয়ে আমরা তুষারপাতের শিকার হয়েছি। এ সময় শুটিং করা বেশ মুশকিল। তাই নভেম্বরে আর তুরস্কে শুটিং করছি না। বরং এ সময়ের মধ্যে আমরা বাংলাদেশের পার্ট শেষ করব। আগামী মার্চ নাগাদ তুরস্কে শীতের প্রকোপ কমে গেলে সেখানে যাব শুটিং করতে।’

20230826-141431

তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। এ সিনেমায় দক্ষিণ ভারতের প্রদীপ রাওয়াত, তরুণ অরোরা ও কবির দুহান সিং অভিনয় করছেন। পাশাপাশি রয়েছেন তুরস্কের কয়েকজন জনপ্রিয় তারকাও। এ সিনেমার নাম ভূমিকা অর্থাৎ নেত্রীর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের হায়দ্রাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন অনন্ত বর্ষা। এ তারকা দম্পতির অভিনীত ‘দিন : দ্য ডে’ নামে একটি সিনেমা মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।