টাঙ্গাইলে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর সংশোধনাগারে


০৯:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০২১
টাঙ্গাইলে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর  সংশোধনাগারে - Ekotar Kantho

একতার কন্ঠ ডেস্কঃ  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছয় বছরের শিশুকে খেলনা দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে মো. রিপন মন্ডল নামে এক কিশোরকে বুধবার(২৪ ফেব্রুয়ারি) জেলা কারাগারের মাধ্যমে গাজিপুরের টঙ্গীস্থ কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রিপন মন্ডল(১৭) ওই উপজেলার চরদুর্গাপুর গ্রামের আনিছ মন্ডলের ছেলে।

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী(কালিহাতী) আদালতে অভিযুক্ত কিশোরকে উপস্থাপন করা হলে বিচারক শামসুল আলম তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। বিকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন অভিযুক্ত রিপন মন্ডলকে জেলা কারাগারের মাধ্যমে গাজিপুরের টঙ্গীস্থ কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) বিকালে মো. রিপন মন্ডল প্রতিবেশি ছয় বছরের এক শিশুকে খেলনা দেওয়ার কথা বলে তার চাচার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে মো. রিপন মন্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয় মগড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

কালিহাতী থানার পরিদর্শক(তদন্ত) রাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতেই অভিযুক্ত রিপন মন্ডলকে মগড়া পুলিশ ফাঁড়ি থেকে থানায় আনা হয়। রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার অভিযুক্ত রিপন মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।