একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির সংস্কার ও উন্নয়নের অনুদান এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার( ২৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী বড় কালিবাড়ির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু।
অনুষ্ঠানে ৪৮টি মন্দির কর্তৃপক্ষ ও ৩৪ জন দুস্থ অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
Leave a Reply