সরকারি এম এম আলী কলেজের সাবেক জিএস বাদশার স্মরণে শোক সভা


০৯:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১
সরকারি এম এম আলী কলেজের সাবেক জিএস বাদশার স্মরণে শোক সভা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে সরকারি এম এম আলী কলেজ(কাগমারী) ছাত্র সংসদের সাবেক সাধারন সম্পাদক(জিএস) রুহুল আমিন বাদশার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এলাসিন তারেক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধুদের উদ্যেগে ওই শোক সভা আয়োজন করা হয় ।

শনিবার( ১৮ সেপ্টেম্বর) দুপুরে এলাসিন তারেক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম রুহুল আমিনের বাদশার সহকর্মী সরকারি এম এম আলী কলেজের সাবেক ভিপি ও  জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল, দেলদুয়ার উপজেলা বিএনপির সভপতি মোঃআব্দুল আজিজ চানখাঁ, এলাসিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সাবেক ডেপুটি কমান্ডার মোঃ ফরহাদ হোসেন সহ বাদশার বন্ধু, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শোক  সভা শেষে মরহুম বাদশার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।