একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামক স্থানে সোমবার(২৩ আগস্ট) সকালে কাভার্ডভ্যান ও বুলডোজারের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্জেন্ট সৌরভ জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বুলডোজারের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।