শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


০৪:৩১ পিএম, ১৫ অগাস্ট ২০২১
শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - Ekotar Kantho

একতার কণ্ঠঃ শূন্যপদে শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে তিন পদে ২০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা যোগ্যতা অনুযায়ী ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত

১. অধ্যাপক, পদ সংখ্যা ৩ জন, বেতন ৫৬৫০০/- থেকে ৭৪৪০০/-, বয়স সর্বোচ্চ ৫২ বছর।


২. সহযোগী অধ্যাপক, পদ সংখ্যা ১৩ জন, বেতন  ৫০০০০/- থেকে ৭১২০০/-, বয়স সর্বোচ্চ ৪৮ বছর।

৩. সহকারী অধ্যাপক, গ্রেড-৩, পদ সংখ্যা ১ জন, বেতন  ৩৫৫০০/- থেকে ৬৭০১০/-, বয়স সর্বোচ্চ ৪০ বছর।

তিনটি পদের প্রতিটির জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। এসব আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদনের নিয়ম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম এখানে আবেদন করতে হবে। পরে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহীরা ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।