একতার কণ্ঠঃ জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্ন পদে ১৯ জনকে নেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। জমা দিতে হবে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে।
পদের নাম
১. রেজিস্ট্রার ১ জন (গ্রেড ৩)
২.. লাইব্রেরিয়ান ১ জন (গ্রেড ৩)
৩. উপ-রেজিস্ট্রার ১ জন (গ্রেড ৫)
৪. উপ-পরিচালক (অডিট) ১ জন (গ্রেড ৫)
৫. নির্বাহী প্রকৌশলী (পুর) ১ জন (গ্রেড ৬)
৬. মেডিকেল অফিসার (১ জন পুরুষ ও ১ জন নারী) ২ জন (গ্রেড ৯)
৭. সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন (গ্রেড ৯)
৮. ব্রাদার ১ জন (গ্রেড ৫)
৯. আইপিই বিভাগ ১ জন (গ্রেড ১০)
১০. সহকারী পাবলিক রিলেশন অফিসার ১ জন (গ্রেড ১০)
১১. ড্রাইভার ৩ জন (গ্রেড ১৫)
১২. মোয়াজ্জিন ১ জন (গ্রেড ১৯)
১৩. কার্পেন্টার ১ জন (গ্রেড ২০)
১৪. মালী ১ জন (গ্রেড ২০)
১৫. সহকারী কুক ১ জন (গ্রেড ২০)
১৬. নিরাপত্তা প্রহরী ১ জন (গ্রেড ২০)
মোট ১৬টি ক্যটাগরিতে লোক নেবে প্রতিষ্ঠানটি। এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলো দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে- এখানে
আবেদনের নিয়ম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম এখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে ২৯ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০০।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২৯ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।