স্নাতক পাস আর অভিজ্ঞতা ছাড়াই আরডিআরএসে চাকরি


১০:৩৯ পিএম, ১৪ অগাস্ট ২০২১
স্নাতক পাস আর অভিজ্ঞতা ছাড়াই আরডিআরএসে চাকরি - Ekotar Kantho

আরডিআরএস বাংলাদেশ নেবে ক্ষুদ্র ঋণ সংগঠক। তবে পদের সংখ্যা নির্ধারিত নয়। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জায়গায়।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে ক্ষুদ্র ঋণ সংগঠক পদে চাকরির আবেদন করতে চাইলে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

ক্ষুদ্র ঋণ সংগঠক পদে স্নাতক পাস আবেদনকারীদের ক্ষেত্রে সর্বসাকল্যে বেতন ১৮,০০০ টাকা। স্নাতকোত্তর পাস আবেদনকারীদের ক্ষেত্রে সর্বসাকল্যে বেতন ২০,০০০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে আরডিআরএস বাংলাদেশ, বাড়ি নং-৪৩, রোড নং-১০, সেক্টর নং-৬, উত্তরা, ঢাকা—এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১৬ আগস্ট, ২০২১


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।