বঙ্গবন্ধু সেতুতে পৌনে তিন কোটি টাকার টোল আদায়


বঙ্গবন্ধু সেতুতে পৌনে তিন কোটি টাকার টোল আদায় - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ক‌ঠোর বিধিনিষেধের মধ্যেও দে‌শের বৃহৎ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৩৭ হাজার ৯৪০টি পণ্য ও গণপ‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। সোমবার (২ আগস্ট) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বাসেক) বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (২ আগস্ট ) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দি‌য়ে বাস, ট্রাক, ল‌ড়ি, পিকআপ, মাই‌ক্রোবাস, প্রাই‌ভেটকার ও মোটরসাই‌কেল মি‌লি‌য়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬ টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হয়েছে এক কো‌টি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা এবং সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি প‌রিবহ‌নের বিপরী‌তে আদায় হয়েছে এক কো‌টি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০টাকা। যানবাহনের মধ্যে ঢাকামুখী প‌রিবহ‌নের চে‌য়ে উত্তরবঙ্গমুখী পরিবহন বে‌শি পার হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।