একতার কণ্ঠঃ টাঙ্গাইল ও মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার(২৯ জুন) বিকালে সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম।
এর আগে সোমবার(২৮ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজি’র মহাপরিচালক(অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ মোজাফফর।
এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে টাঙ্গাইল ও মির্জাপুর পৌরসভার ৩৬ জন কাউন্সিলর অংশগ্রহন করেন।