করটিয়ায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত


০৭:৪৪ পিএম, ১৯ জুন ২০২১
করটিয়ায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে করটিয়া বাইপাস এলাকার সীমান্ত বণিক মার্কেটে শুক্ররার(১৮ জুন) দিনগত রাতে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান।রাত ১২টার দিকে বাজারের মোন্নাফের শাকিল ষ্টোর নামে মনোহারি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মূহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।