একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্মিত এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।