একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে শনিবার( ২২মে) দুপুরে সহোদর ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো, টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।
এ প্রসঙ্গে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে বাড়ীর পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার পুলিশ লাশ দুটি নিয়ে গেছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।