একতার কণ্ঠঃ আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার(২১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ নুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।
এ সময় আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা ও ফিলিস্তিন মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।মানববন্ধনে জেলা খেলাফত মজলিসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।