টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ভাবলা দক্ষিণ পাড়া থেকে মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) রাতে এখলাছুর রহমান ওরফে নাহিদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃত নাহিদ(২২) কালিহাতী উপজেলার ওই ইউনিয়নের ভৈরববাড়ী গ্রামের মো. মাসুদ ইকবালের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩’র (টাঙ্গাইল) ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ভাবলা গ্রামে অভিযান চালিয়ে মো. এখলাছুর রহমান ওরফে নাহিদকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।