‘মুখোশ’ সিনেমার শুটিংয়ে টাঙ্গাইল আসছেন পরীমণি


‘মুখোশ’ সিনেমার শুটিংয়ে টাঙ্গাইল আসছেন পরীমণি - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শেষ লটের কাজ হতে যাচ্ছে টাঙ্গাইলে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, চিত্রনায়ক রোশান, অভিনেতা ইরেশ জাকের এবং আজাদ আবুল কালাম।

নির্মাতা শুভ জানান, চলমান লকডাউন শেষে ২৪ মে টাঙ্গাইলে সিনেমাটির কাজ শুরু হচ্ছে। সামনে দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।

তাই এ মাসেই শুটিং শেষ করার পরিকল্পনা আমাদের। এই লটে দু’টি গানের শুটিং শেষ করব, যাতে অংশ নিবেন অভিনেতা ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, পরীমণি, রোশান ও অন্য শিল্পীরা।


ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ।

সিনেমাটি তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমায় আরও অভিনয় করছেন ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।