একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে নাতির লাঠির আঘাতে শরিফুন্নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার( ১২ মে) বিকেল তিনটার দিকে উপজেলার দেবলচালা গ্রামের নাজমুল (২১) নামের এক যুবক ঐ বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযুক্ত নাজমুল সম্পর্কে ওই বৃদ্ধার ছেলের ঘরের নাতি। ঘটনার পরপরই নাজমুল বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত শরিফুন্নেছা ওই এলাকার আবদুল বাছেদ মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, নাতি নাজমুল ভ্যান চালিয়ে বাড়ি এসে ঈদের কাপড় কেনা কাটার প্রসঙ্গ তুলে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে দাদির মাথায় আকস্মিক ভাবে মোটা কাঠের খন্ড দিয়ে আঘাত করে। এ সময় দাদি শরিফুন্নেছা মাটিতে লুটিয়ে পড়েন। মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেয়ার সময় তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় বিকেল ছয়টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।