একতার কণ্ঠ বিনোদনঃ ছোট বেলা থেকে নাচ এবং গানের প্রতি খুব বেশি দরদ থাকলেও বড় হতে হতে আনিকা খানের এখন ঝোঁক নাটকে। বছরের শুরুতে পরিচালক শাহীদ-উন-নবীর “মাইন্ড করবেননা প্লিজ” নামক একটি নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু এক সময় নতুন কুঁড়ি, শাপলা কুঁড়িতে অংশগ্রহণকারী সেই ছোট্র আনিকার।
এবার ঈদুল ফিতরে দেখা যাবে তাকে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘বুড়া জামাই-২’ নাটকে নতুন প্রজন্মের এ অভিনেত্রী আনিকা খানকে। গত বছর ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত বুড়া জামাই নাটকের সিক্যুয়েল এটি।
বুড়া জামাই নাটকের বিপুল জনপ্রিয়তার কারণেই সিক্যুয়েল বুড়া জামাই-২। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহান আহমেদ রুবেল ও হানিফ খান।
নাটকে সুরভি চরিত্রে দেখা যাবে আনিকা খানকে নাটকের গল্প থেকে জানা যায় ফরহাদের খালা শেফালী বেগম তার মেয়ে সুরভীকে নিয়ে বেড়াতে আসেন। খালার অনেক শখ ছিল ফরহাদের সাথে সুরভীর বিয়ে দেবেন কিন্তু ফরহাদ কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলায় সে প্রচণ্ড কষ্ট পায়।
শেফালী বেগম অতি আবেগী এবং কথায় কথায় ওকে ছোট বেলা কোলে-পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছে বলে কান্নাজুড়ে দেন। দিয়াকে সে মোটেই দেখতে পারেন না। এই মেয়ের জন্যই সে ফরহাদের সাথে তার মেয়ের বিয়ে দিতে পারেনি। বিভিন্ন উছিলায় সে দিয়ার ভুল ধরতে চেষ্টা করেন। অপমান করেন। তার মনে এখনও ইচ্ছা কোনোভাবে দিয়াকে বিদায় করে দিতে পারলে ফরহাদের সাথে সুরভীর বিয়ে দিতে পারবেন।
এক প্রতিক্রিয়ায় আনিকা খান জানান, অনেক সুন্দর একটা নাটক। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে । আমি চেষ্টা করেছি ভালো করার, অনুরোধ করবো সকলকে নাটকটা দেখার জন্য । সকলের দোয়া চাই। আগামীতে যেন দর্শকদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি।
নাটকটিতে আরো অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান,লাক্স সুন্দরী মীম মানতাশা, আরফান, সাজু খাদেম, মানসী প্রকৃতি, শিরিন আলম প্রমুখ। ঈদের সপ্তম দিনে রাত ৯.২০ মিনিটে নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।