টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


০৮:১৩ পিএম, ৫ মে ২০২১
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ মে) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের সহবতপুর ইউনিয়নের দাস পাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মটরসাইকেল আরোহী হিমেল দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত একই গ্রামের কদর খানের ছেলে ইমরানকে (২৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাহালুল খান বাহার  জানান, হিমেল ও ইমরান মোটরসাইল নিয়ে দেলদুয়ার থেকে নাগরপুর আসার পথে দাস পাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় হিমেল ও ইমরান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক  হিমেলকে মৃত ঘোষণা করেন। মটরসাইকেলের অপর আরোহী ইমরান গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।