ফি লি স্তি নে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন


০৮:৪০ পিএম, ১০ এপ্রিল ২০২৫
ফি লি স্তি নে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন - Ekotar Kantho
বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরমান কবীরঃ ফি লি স্তি নের গা জা ও রা ফা য় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।


এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।