একতার কণ্ঠঃ টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার(৩০শে এপ্রিল) বাদ জুম্মা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি ও টাঙ্গাইল পৌর মেয়র এস,এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন টাংগাইল-২( গোপালপুর- ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বাস কোচ -মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ও নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
এই পরিচিতি সভাটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান পাঠান( জুয়েল)।