টাঙ্গাইলে নানা আয়োজনে ‘স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস’ পালিত


০৮:১৯ পিএম, ৩ মার্চ ২০২৫
টাঙ্গাইলে নানা আয়োজনে ‘স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস’ পালিত - Ekotar Kantho
দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়

আরমান কবীরঃ অগ্নিঝরা ৩ মার্চ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে পল্টন ময়দানে ছাত্র জনসভায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়, যা মুক্তিযুদ্ধের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।

এ উপলক্ষে সোমবার (৩ মার্চ) সকালে টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে শাজাহান সিরাজ কলেজে স্বাধীনতার ইশতেহার পাঠের তাৎপর্য নিয়ে মুক্ত আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম, আশরাফ আলী মোল্লা, প্রভাষক আরিফুল ইসলাম, কর্মচারীদের পক্ষ থেকে খাদেমুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে থাকবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে আয়োজিত ঐতিহাসিক জনসভায় ছাত্রনেতা শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে ছিল, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো, সামরিক আইন প্রত্যাহার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। এছাড়াও, জাতীয় সংগীত হিসেবে “আমার সোনার বাংলা” গ্রহণের ঘোষণা দেওয়া হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।